Friday, August 26, 2016

Android গেইম পর্বে আপনাদের স্বাগতম । এই পর্বে আমি আপনাদের সামনে 
একটি অসাধারণ অ্যাকশান গেইম নিয়ে হাজির হয়েচি। আর তা হল Suicide Squad : Special Ops ।Suicide Squad মুভির মত এটিও অসাধারণ।চলুন দেখা যাক এই গেইমে কি কি আছে।

Suicide Squad : Special Ops

CSR Racin 2 একটি  দীর্ঘ প্রতীষ্কিত গেইম sequel । এই গেইমের গ্রাফিক্স খুব সুন্দর , খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় , অনেকগুলো মিশন রয়েছে ।

























Thursday, August 18, 2016

প্রত্যেক বছরেই কোন না কোন পরিচালক দর্শক মাত করা মুভি গুলোর সিকুয়াল নিয়ে ফিরে আসেন।২০১৬ এমনকি বিগত বছরগুলোর মত এবারও পর্দায় উটছে এমনি কিছু মুভি সিকুয়াল।

IMDB তথ্য মতে ২০১৭ দর্শক মাতাবে এমন সিকুয়াল গুলো হলঃ



Justice League : এই তালিকায় প্রথমেই যে মুভি সিকুয়াল এর নাম আসে তা হল Justice League 

Tuesday, August 16, 2016

২০১৬ এর শুরুটা বাংলা সিনেমার পক্ষে মোটেই সন্তোষজনক নয়। গত বছর ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘হর হর ব্যোমকেশ’ এবং ‘আরশিনগর’ ২০১৬ এর জানুয়ারীতেও প্রেক্ষাগ্রৃহে দর্শক টানতে পাশ মার্কস পেলেও এবছর এখনও পর্যন্ত মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবিগুলি এবিষয়ে ডাহা ফেল। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মোনচোরা, পিস হ্যাভেন, বাস্তুশাপ, চোরাবালি এর মত প্যারালাল ধারার ফিল্ম এবং অঙ্গার, বেপরোয়া, কি করে তোকে বলব এর মত হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম। কিন্তু সে অর্থে বক্স অফিস বিচারে লাভের মুখ দেখেনি এর মধ্যে কোনটিই

   Monchora 3 Day Box office Collection Report

এবছর প্রায় ১০০টিরও বেশি বাংলা ফিচার ফিল্ম রিলিজ হতে চলেছে এবং সংখ্যাটা যে গত বছরের মাত্রাকেও ছাড়িয়ে যাবে তা বলা বাহুল্য। আসুন দেখে নেওয়া যাক ‘টকিজ আড্ডা’ এর বাছাই করা মুক্তির অপেক্ষায় থাকা ১০টি বাংলা ছবি যা মিস করা মানে টাই টাই ফিসসস…


১> এবছরের অপেক্ষারত বাংলা ছবিগুলির কথা বলতে গেলে প্রথমেই বলা দরকার গত বছর থেকে চর্চার শীর্ষে থাকা- ‘প্রাক্তন’ এর কথা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দীতা রায় পরিচালিত প্রাক্তন গত বছর থেকেই আলোচনার শীর্ষে থেকেছে। কারন একটাই, দীর্ঘ ১৪ বছর পর এই ফিল্মে আবার এক সাথে জুটি বেঁধেছেন প্রসেনজিত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। শুধু তাই নয় প্রসেনজিত নিজেও এই প্রথম কাজ করলেন  শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দীতা রায়ের সঙ্গে। খুব সম্ভবত আগামী বাংলা নববর্ষে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ফিল্ম।

২> দ্বিতীয়ত বলতে হয় এবছরের সবচেয়ে বড় স্কেলের ছবি- জুলফিকর এর কথা। এই মুহুর্তে বাংলা সিনেমার সব থেকে হিট এবং সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি-জুলফিকর। শেক্সপিয়রের ‘জুলিয়াস-সিজর’ ও ‘এন্টনি এন্ড ক্লিওপ্যাটরা’ অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন সৃজিত। সবথেকে ইন্টারেস্টিং বিষয় এই ফিল্মের কাস্টিং। টলিউডের প্রায় সমস্ত সুপারস্টার ও অভিনেতাদের এক ছাতার তলায় নিয়ে এসেছেন পরিচালক। প্রসেনজিত, দেব, অঙ্কুশ, জিশু সেনগুপ্ত, পরমব্রত, রুদ্রনীল, কৌশিক সেন আরো অনেকে অভিনয় করেছেন এই ফিল্মে। আগামী দুর্গা পুজায় প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে হাজির হতে চলেছে জুলফিকর।

সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর টিম, জুলফিকর এর সেটে
Srijit Mukherji's Next Movie Zulfiqar on 2016

৩> জুলফিকরের এই মেগা কাস্টিং এর অনেক আগেই যদিও এই অসাধ্য সাধন করে ফেলেছিলেন অন্য আরেক পরিচালক- কমলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর আগামী ছবি- মহাভারত। হিন্দু মহাকাব্য মহাভারতের সমসাময়িক সংস্করন হতে চলেছে এই ফিল্ম। এই ফিল্মে অভিনয় করেছেন- প্রসেনজিত, দেব, পরমব্রত, আবীর, ইন্দ্রনীল সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। এই ফিল্মের মুক্তির তারিখ এখনো ঘোষনা করা হয়নি।

৪> আগামী ১৯শে ফেব্রুয়ারী মুক্তি পেতে চলেছে অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ফিল্ম- ডার্ক চকোলেট। গত বছরের সবথেকে বিতর্কিত বিষয়, মিডিয়া ব্যক্তিত্ত্ব ইন্দ্রানী মুখোপাধ্যায়ের কন্যা শীনা বোরা হত্যা কান্ডের উপর নির্মিত এই ছবি। এই ফিল্মে ইন্দ্রানী ও শীনার ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে- মহিমা চৌধুরি এবং রিয়া সেন। এর আগেও বিভিন্ন বিতর্কিত বিষয়ের উপর ফিল্ম বানাতে দেখা গেছে অগ্নিদেবকে। যদিও তাঁর কোন ছবির ভাগ্যেই বক্স অফিস সাফল্য জোটেনি। এখন ডার্ক চকোলেট দশর্কদের কতটা সুস্বাদু লাগল তা সময় আর বক্স অফিস রিপোর্টই বলে দেবে।

৫> এরপর বলতে হয় সিনেমাওয়ালা এর কথা। বাংলার খ্যাতনামা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি- সিনেমাওয়ালা। পশ্চিমবঙ্গের যেসমস্ত সিঙ্গল স্ক্রিন প্রদর্শক(সিনেমাহল মালিক) রয়েছেন তাঁদের প্রতি ট্রিবিউট হল-সিনেমাওয়ালা। বর্তমান মাল্টিপ্লেক্স জমানায় আস্তে আস্তে বন্ধ হতে চলা সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলি কি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখে চলেছে তারই কাহন তুলে ধরেছেন কৌশিক তাঁর এই ছবিতে। ছবিটি ইতিমধ্যেই নানান জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা লাভ করেছে। কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবির জন্য ICFT-Unesco Fellini Prize পেয়েছেন। উনিই প্রথম ভারতীয় পরিচালক যিনি এই সম্মানে ভূষিত হলেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ফিল্মের রিলিজ ডেট এখনো ঠিক না হলেও খুব সম্ভবত আগামী পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে এই ছবি।

সিনেমাওয়ালা ছবির পোস্টার
hqdefault

৬> প্রায় তিন বছর পর আবার তাঁর নতুন ছবি নিয়ে রুপালি পর্দায় হাজির হতে চলেছেন গৌতম ঘোষ। ছবির নাম- শঙ্খচিল। মনের মানুষ এর পর আরো একবার এই ফিল্মে জুটি বাঁধতে চলেছেন পরিচালক গৌতম ঘোষ ও অভিনেতা প্রসেনজিত। প্রসেনজিতের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী কুসুম সিকদারকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ফিল্ম। ছবি মুক্তির তারিখ এখনো জানা যায়নি।

শঙ্খচিল ছবির শ্যুটিং এ ব্যস্ত প্রসেনজিত
1451632236246

৭> এবছরই মুক্তি পেতে চলেছে সাইন্স ফিকশন ফিল্ম- অরন্যদেব। দেবাশিষ সেন শর্মা পরিচালিত এই সাই-ফাই তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন যীশু সেনগুপ্ত।

৮> টপ টেন মুভিজের কথা বলব অথচ বাংলা সিনেমার দুই টপ সুপারস্টার দেব আর জিৎ এর আপকামিং ফিল্মের কথা বলব না তা কি আর হয়। টলিউডের সুপারস্টার, বাংলা মূল ধারা সিনেমার অন্যতম নায়ক জিৎ এই মুহুর্তে অনেকগুলো ছবির কাজে ব্যস্ত। গত বছর তাঁর একটিই মাত্র ফিল্ম মুক্তি পেয়েছে- বেশ করেছি প্রেম করেছি। তবে এবছর জিতের বেশ কয়েকটি ছবিই মুক্তি পেতে চলেছে- সুপার, বাদশা, মাফিয়া। বি.কে.পি.কে গত বছর সুপারহিট হয়েছে, এবছরও জিতের মুক্তি পেতে চলা ফিল্মগুলো যে বক্স অফিসে সাফল্য লাভ করবে তা আশা করাই যায়।

সুপার ছবির শ্যুটিং এ জিত, ছবির নায়িকা নুসরত এবং পরিচালক রাজীব কুমার
300311836_1d87b9bd0c

৯> এবারে টলিউডের হার্টথ্রব দেব এর আপকামিং ফিল্ম নিয়ে কিছু কথা বলা যাক। এবছর জনপ্রিয় এই নায়কের অনেকগুলি ছবিই মুক্তি পেতে চলেছে। হালে দেব মেইনস্ট্রিম ছবিতে নায়ক হিসেবে অভিনয়ের পাশাপাশি অন্যধারা অর্থাৎ প্যারালালস্ট্রিম ফিল্মেও যেভাবে নিজেকে জড়িয়ে রেখেছেন তা সত্যিই উল্লেখযোগ্য। এবছর যেমন তাঁর লভ এক্সপ্রেস, মাফিয়া, রংবাজ ২ এর মত মেইনস্ট্রিম ফিল্মগুলি মুক্তি পাচ্ছে ঠিক তেমনি মহাভারত, জুলফিকর, ধুমকেতু এর মত অন্যধারার ফিল্মও মুক্তি পেতে চলেছে। ধুমকেতু ছবিতে দেবের প্রযোজক হিসাবে হাতেখড়ি হতে চলেছে। শুধু তাই ই নয় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ফিল্মে দেব চার বছর পর আবার জুটি বাঁধতে চলেছে তাঁর পুরানো প্রেমিকা শুভশ্রীর সাথে।

ধুমকেতু ছবির শ্যুটিং এ দেব এবং শুভশ্রী
Dhumketu-300x231

১০> মেইনস্ট্রিম ছবির কথা বলতে গিয়ে টলিউডের কিং অফ রিমেক- রাজ চক্রবর্ত্তীর কথা বলতেই হয়। রাজ এই মুহুর্তে ব্যস্ত তাঁর আগামী ছবি- মাফিয়া এর শ্যুটিং এ। মাফিয়া একটি বিগ বাজেট ছবি। ২০১৫ রাজের জন্য একদমই ভালো ছিল না। গত বছর রাজের দুটি ছবি মুক্তি পায়- পারব না আমি তোকে ছাড়তে তোকে এবং কাটমুন্ডু। কিন্তু দুটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পরে। তবে এবছর মাফিয়া নিয়ে আশাবাদী রাজ। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও গ্রাসরুট এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ফিল্মে রাজ দুই পৃথিবীর পর আবার দুই সুপারস্টার দেব আর জিতকে একসাথে নিয়ে কাজ করছেন।

এছাড়াও মেইনস্ট্রিম, বানিজ্যিকধারা মিলিয়ে আরো অনেক বাংলা ফিল্ম রিলিজ করতে চলেছে এই বছর। এখন এতগুলো ফিল্মের মধ্যে কোনগুলো চলবে, কোনগুলো দৌড়াবে আর কোনগুলো থেমে যাবে তার বিচার দর্শকরাই করবেন। তবে আরো ভালো ভালো বাংলা সিনেমা হোক, বাংলা সিনেমা আরো সমৃদ্ধ হোক, দর্শকরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক, বাংলা সিনেমার জয় হোক টকিজ আড্ডা এই কামনা করে।

Monday, August 15, 2016

এই পোস্ট এ আমি আপনারদের একটা Method দেখাব যা দিয়ে আপনি আপনার youtube video এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন Youtube Monetization না থাকলেও।
অথবা
আপনি Youtube Monetization এবং Method উভয় এর মাধ্যমে  Youtube Video থেকে আয় করতে পারবেন।

Sunday, August 14, 2016

Adf.ly থেকে কি ভাবে আর্ন করতে হয় আজই জেনে নিন।নিচে Adf.ly নিয়ে বিস্তারিত বর্ণনা করা হল।

Adf.ly সংক্ষিপ্ত বর্ননাঃ
Adf.ly এমন একটা সাইট যা আপনার URL কে ছোট করে দেয়।আপনি Adf.ly এর মাধ্যমে যে কোন লম্বা লিঙ্ক কে ছোট করতে পারবেন।আর আপনি যখন Adf.ly এর মাধমে আপনার লিঙ্ক কে ছোট

Total Pageviews

how2earnu.blogspot.com. Powered by Blogger.

Social

Pages

Followers

Featured Posts

Popular Posts

Our Facebook Page

Blog Archive